আজ বিশ্ব কিডনি দিবস
ঢাকা: আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি পালিত হচ্ছে। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এই দিবসটি পালনের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন এবং আন্তর্জাতিক নেফরোলজি সোসাইটির উদ্যোগে ২০০৬ সালের পর থেকে প্রতিবছর মার্চ মাসে দিবসটি পালিত হয়।
বাংলাদেশে বর্তমানে প্রায় দু’কোটি লোক কিডনির রোগে আক্রান্ত। ‘সকলের জন্য কিডনি স্বাস্থ্য’ এই স্লোগান কিডনি রক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
কিডনি বিশেষজ্ঞরা বলেছেন, কিডনির রোগ কখনো আগাম জানান দিয়ে আক্রান্ত করে না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে জানা এবং এ জন্য নিয়মিত পরীক্ষা করাতে হবে।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন এবং আন্তর্জাতিক নেফরোলজি সোসাইটি রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে মৎস্যভবন পর্যন্ত একটি র্যালি বের করবে। এ ছাড়া সকাল ৯টায় আইইডিবি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম