স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
ঢাকা: ব্যবসায়ী মাজেদুর রহমান মাজেদকে ফিরে পেতে এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছে তার পরিবার।
বুধবার জাতীয় প্রেসক্লাবের হলে রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ী মাজেদুর রশিদ মাজেদের পরিবার প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানায়।
নিখোঁজ মাজেদের স্ত্রী আম্বিয়া খাতুন বিথি বলেন, “ফকিরাপুল জামে মসজিদের অর্থ আত্মসাৎ সংক্রান্ত বিষয়ে নাসিরুর ইসলাম মল্লিক ওরফে পিন্টু, আব্দুস সালাম, আব্দুর রহিম, রানী, বাবুসহ কতিপয় সন্ত্রাসী আমার স্বামীকে জীবননাশের হুমকি দিয়ে আসছিল। এরা মসজিদের ৪২ কোটি টাকা আত্মসাৎ করেছে। যার কারণে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে তারাই অপহরণ করেছে বলে আমার বিশ্বাস।”
আম্বিয়া খাতুন আরও জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে ব্যবসায়িক কাজে রাজধানীর ফকিরাপুলে বাসা থেকে মাজেদ বের হয়ে তরঙ্গ প্লাস ভবরেন সামনে থেকে নিখোঁজ হয়।
ঘটনার রাতেই পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১৩১) দায়ের করা হয়। এছাড়া ২০ ফেব্রুয়ারি আমাদের বাসভবনে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে অপহরণের বিষয়টি জানানো হয়েছিলো।
তিনি বলেন, “দীর্ঘ ২০ দিন যাবৎ মাজেদ আমাদের কাছে নেই। তার অবর্তমানে দুটি সন্তানসহ পুরো পরিবার নিয়ে আমরা এক দুর্বিষহ ও অজানা আতঙ্কে আছি। আমার স্বামীকে জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত চাই।”
সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- মাজেদুরের মেয়ে মেঘলা মেহরাজ, ছেলে শাহী ফাদিন বিশাল, মা মাজেদা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম
নিউজবাংলাদেশ.কম