News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

মান্নাকে আবারও রিমান্ডে আনা হতে পারে

মান্নাকে আবারও রিমান্ডে আনা হতে পারে

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আবারও রিমান্ডে আনা হতে পারে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাজধানীর মিন্টো রোডের অবস্থিত মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডিবির যুগ্মি-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে সেনাবাহিনীকে উস্কানী দেয়ার দায়ে প্রথম দফায় ১০ দিনের রিমান্ডে আনা হয় মান্নাকে। পরবর্তিতে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আবারও ১০ দিনর রিমান্ডে আনা হয়।

মান্না ও সাদেক হোসেন খোকার কথপোকথনের মাঝে আরো একজন প্রবাসী ছিলেন, তাকে কি শনাক্ত করা গেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘ আমরা ওই কথপোকথন থেকে ১ জন প্রবাসীর নাম পেয়েছি। তার বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছি। এখন সেগুলো যাচাই-বাছাই চলছে। প্রয়োজনে মান্নাকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের নামে মান্নার ওপর অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে, পরিবারের এমন অভিযোগের সত্যতা জানতে চাইলে ডিবির এ যুগ্ম-কমিশনার বলেন, ‘পুলিশ বিধি মোতাবেক এবং অভিযুক্তের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি চিকিৎসকদের সাথে কথে বলেছি, মান্নার শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে এমন কিছুও তিনি বলেননি। তাছাড়া আমি নিজেই মান্নার সাথে কথা বলেছি। তিনিও আমাকে বলেছে, তাঁকে কোনো নির্যাতন করা হয়নি।’

মান্নার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মান্না আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ সকালে তাঁর ইসিজি করা হয়েছে। তাছাড়া ৬ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে বোর্ড গঠন করে মান্নার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।


নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়