News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশে নেপালের সামরিক প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত থাকবে

বাংলাদেশে নেপালের সামরিক প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত থাকবে

ঢাকা: বাংলাদেশে নেপালের সামরিক প্রশিক্ষণ গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল গৌরব শামশের জং বাহাদুর রানা ।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।

এসময় তিনি বাংলাদেশের সামরিক ইনস্টিটিউটের আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কোর্সের প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামী চৌধুরী এ কথা জানান। খবর বাসসের।

সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে বলেন, এ পর্যন্ত নেপালের ২১৫ জন সেনা কর্মকর্তা বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ নিয়েছে। ভবিষ্যতেও এই প্রশিক্ষণ অব্যাহত রাখতে চায় নেপাল।

শামীম চৌধুরী আরো জানান, সফররত সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, আগামী বছর বাংলাদেশের সঙ্গে তার দেশের যৌথভাবে এভারেস্ট অভিযানের পরিকল্পনা রয়েছে।

সাক্ষাতে শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের জনগণ বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী সুশীল কৈরালার ভূমিকা এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেয়ার কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সুসম্পর্ক, যৌথ অনুশীলন এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরিকুমার সেরেস্তা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মুহাম্মদ শাফিউল হক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়