হ্যালো কলকাতা ও দীনেশ চন্দ্র সেন স্বর্ণ পদক পাচ্ছেন মহসিন আলী
ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সমাজসেবা মূলক কর্মকান্ডের (মুক্তিযোদ্ধা ও সমাজসেবা) স্বীকৃতি হিসেবে ‘হ্যালো কলকাতা’ ও ‘আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্স সোসাইটি’ এর পক্ষ থেকে স্বর্ণ পদক দেওয়া হচ্ছে।
বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মহসিন আলী আগামী ১৩ মার্চ কলকাতা প্রেসক্লাবে ‘হ্যালো কলকাতা এক্সিলেন্স এওয়ার্ড ২০১৪’ ও ‘আচার্য্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক ২০১৪’ গ্রহণ করবেন।
এছাড়াও ১২ মার্চ, ২০১৫ সকাল ১১টায় কলকাতা প্রেসক্লাবে সমাজকল্যাণ মন্ত্রী ‘মিট দ্য প্রেস’ এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী গোপাল কৃষ্ণ রায় (ইউ.এন.আই), সভাপতিত্ব করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ড.ধ্রুবজ্যোতি চ্যাটার্জী। দীনেশচন্দ্র সেন স্মারক বক্তৃতা প্রদান করবেন ড. তরুণ মুখোপাধ্যায় (কলিকাতা বিশ্ববিদ্যালয়), মোদিনীপুর টাউন স্কুল হেরিটেজ এর প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, গবেষক লক্ষী লাহা ও ড. অরূপমিত্র।
নিউজ বাংলাদেশ.কম/টিআইএস/এসজে
নিউজবাংলাদেশ.কম