অভিজিৎ হত্যার আলামত এফবিআইয়ের হাতে
ঢাকা: লেখক ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে আলামতগুলো হস্তান্তর করা হয়। এর কিছুক্ষণ পর মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রক্তমাখা ব্যাগ, ডিএনএসহ ১২-১৩টি আলামত হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে আলামতগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সাগর-রুনি হত্যাকাণ্ডের আলামতও এভাবে বিদেশে পাঠানো হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। এটাও কি সেরকমই হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, এফবিআই অবশ্যই রিপোর্ট দেবে এবং এসব আলামত থেকেই বোঝা যাবে এ হত্যাকাণ্ডে কারা অংশ নিয়েছিল।
অভিজিৎ হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ১০ জনের তালিকা করা হয়েছিল তাদের কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের কাউকেই আটক করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম