চয়ন খায়রুল হাবিবের দুইটি বই
জুলেখা সিরাপ রিডার্স লাউঞ্জ থেকে প্রকাশিত হয়েছে চয়ন খায়রুল হাবিবের দুইটি বই। দুইটি বইয়ের মধ্যে একটি প্রবন্ধের এবং অপরটি কবিতার। প্রবন্ধের বইটির নাম "বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড" এবং কবিতার বইয়ের নাম "ডৌল"।
"বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড" প্রবন্ধের বইয়ে চয়ন খায়রুল হাবিবের লেখাগুলোয় ভাষার বিবর্তন নিয়ে আলোচনার ভেতর থেকে প্রমিতভাষার নোম্যান্সল্যান্ডে দাঁড় করিয়ে দেয় পাঠককে। বইটিতে বাংলা কথনের, উচ্চারণের এবং লেখন ভঙ্গিমার খোঁজে মধুসূদন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সাত্রে, ব্রেখট ও টলস্টয়কে সাক্ষী রেখে লেখক বিশ্বায়িত ইতিহাসের এক অন্বেষা চালিয়েছেন।
অমর একুশের গ্রন্থমেলায়, ফেব্রুয়ারি ২০১৫ তে প্রকাশিত "বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড" বইটির প্রচ্ছদ করেছেন রশীদ আমিন। পরিবেশক জার্নিম্যান বুকস, মূল্য ২০০ টাকা।
অপরদিকে, "ডৌল" বইটি চয়ন খায়রুল হাবিবের কবিতার বিচিত্রতাগামীতার ধারক বলা যায়। তিনটি পর্বে বিন্যস্ত বইটির প্রথম পর্বে ঠাকুর, আবুল হাসান, বিনয় থেকে শুরু করে ভাস্কর নভেরা ও ভ্যান গগের প্রতি নিবেদিত বয়ান চয়নের লিরিকে উঠে এসেছে। দ্বিতীয় পর্বে পাবলো নেরুদার নির্বাসনকালীন প্রেমার্দ্র কবিতার অনুবাদ। তৃতীয় পর্বে চয়নের কাব্য প্রতিমা জুলেখা`র সর্বশেষ নবায়ন হাজির করা হয়েছে।
একুশের গ্রন্থমেলায়, ফেব্রুয়ারি ২০১৫ তে প্রকাশিত "ডৌল" বইটিরও প্রচ্ছদ করেছেন রশীদ আমিন। পরিবেশক জার্নিম্যান বুকস, মূল্য ২০০ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম