News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৮, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:২৩, ২ ফেব্রুয়ারি ২০২০

মান্নার রক্তসহ কয়েকটি পরীক্ষা করানো হচ্ছে

মান্নার রক্তসহ কয়েকটি পরীক্ষা করানো হচ্ছে

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার রক্ত পরীক্ষাসহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হচ্ছে। বর্তমানে মান্না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিও কার্ডিওলজি বিভাগের ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মান্নার শারীরীক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার এডিসি ইফতেখারুজ্জামান নিউজবাংলাদেশকে এসব তথ্য জানান।

ইফতেখারুজ্জামান বলেন, মাহমুদুর রহমান মান্না উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে রাত ১০টা নাগাদ ঢামেকে ভর্তি করা হয়। আজ (বুধবার) সকালে ডাক্তার তার রক্ত পরীক্ষাসহ বেশ কিছু পরীক্ষা করাতে বলেছেন। এসব পরীক্ষার প্রক্রিয়া চলছে।

মান্নাকে হয়ত আরও ৪-৫ দিন মেডিক্যালে থাকতে হবে বলেও জানান ইফতেখারুজ্জামান।

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মান্না হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ।

ঢামেকের কার্ডিওলজি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাওসিন জানান, মান্নার উচ্চ রক্তচাপ রয়েছে। ভর্তির পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুর রহমান মান্না ৭ মার্চ থেকে দ্বিতীয় দফায় ১০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

 

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়