News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৫, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

হামলার সময় কাছেই ছিল পুলিশ

হামলার সময় কাছেই ছিল পুলিশ

ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের ওপর হামলার সময় কাছেই দাঁড়িয়ে ছিল পুলিশ।

তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা (বন্যা আহমেদ) তা ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন।

স্ট্যাটাসে বন্যা লেখেন, অভিজিৎ ও আমি যখন হামলার নির্মম হামলার শিকার হই তখন অদূরেই স্থানীয় পুলিশ দাঁড়িয়ে ছিল। তারা প্রতিরোধ করেনি।’

বন্যা বলেন, ‘আমরা চাই বাংলাদেশ সরকার খুনিদেরকে বিচারের আওতায় আনতে সাধ্যমতো সবকিছু করবে।’

এর আগে গতকাল মঙ্গলবার অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়  নিউজবাংলাদেশকে জানিয়েছিলেন, হত্যাকাণ্ডে অংশ নেয়া হত্যাকারীদের সামনে থেকে দেখলে চিনবেন বন্যা।

তিনি জানান, সোমবার অভিজিতের স্ত্রীর সঙ্গে কথা হয় তার। এ সময় বন্যা তাকে বলেছন, হত্যাকারীদের সামনে থেকে দেখলে তিনি চিনতে পারবেন। তবে; তারা সংখ্যায় ঠিক কতজন ছিল তা বলতে পারেননি বন্যা।

অজয় রায় বলেন, ‘বন্যা আমাকে বলেছে যে, হামলার পরে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি।’

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন অভিজিৎ-বন্যা দম্পতি। এতে অভিজিৎ নিহত এবং বন্যা মারাত্মকভাবে আহত হন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে।

সবশেষে আমেরিকান দূতাবাসের তত্ত্বাবধায়নে উন্নত চিকিৎসার জন্য বন্যাকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়