News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২১, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৯:০৫, ২০ জানুয়ারি ২০২০

হৃদয় ইলেকট্রনিক্সের নামে আসা আরো অবৈধ স্বর্ণ জব্দ

হৃদয় ইলেকট্রনিক্সের নামে আসা আরো অবৈধ স্বর্ণ জব্দ

ঢাকা: রাজধানীর বায়তুল মুকাররম মার্কেটের ইলেক্ট্রনিক্স দোকান হৃদয় ইলেকট্রনিক্সের নামে আবারো পার্সেল সার্ভিসের মাধ্যমে পাঠানো অবৈধ স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দোকানের নামে পাঠানো আটটি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন আটশ গ্রাম। মূল ৪০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বুধবারের চালানটি জব্দ করার তথ্য জানানো হয়।  

বার্তায় জানানো হয়, বুধবার শাহজালাল বিমানবন্দর থেকে পার্সেল সার্ভিসের মাধ্যমে ডিভিডি প্লেয়ারের ব্যাটারি চেম্বারে ভরে পাঠানো আটটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বারগুলোর ওজন আটশ গ্রাম। মূল্য ৪০ লাখ টাকা।

পার্সেলটি এসেছে সিঙ্গাপুরের ডাক বিভাগের পণ্যবাহী ইউনিটের মাধ্যমে। প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে মো. আবু আলম, হৃদয় ইলেকট্রনিক্স, ২৫ বায়তুল মুকাররম, ঢাকা। মোবাইল ০১৪৫৬৯২৩০৬।

প্রেরকের ঠিকানায় লেখা ছিল দুলাল মিয়া, ৩৫ কিন্তা রোড, সিঙ্গাপুর।

এর আগে গতকাল মঙ্গলবার হৃদয় ইলেকট্রনিক্সের নামেই একই পন্থায় পাঠানো ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়। তবে ওই পার্সেলে ঠিকানায় দোকানের নাম একই হলেও নম্বর ছিল আলাদা। ওই দোকানটি বায়তুল মোকাররমের নিউ সুপার মার্কেটে অবস্থিত। তবে দুটো পার্সেলেই প্রাপকের মোবাইল নম্বর এক।

মঙ্গলবার জব্দ করা পার্সেলে প্রাপকের ঠিকানায় লেখা ছিল- হৃদয় ইলেকট্রনিক্স, দোকান নং ই-১৭, নিউ সুপার মার্কেট, বায়তুল মোকাররম। মোবাইল ০১৯৪৫৬৯২৩০৬।

ওইদিন আটক স্বর্ণের পরিমাণ ছিল এক কেজি। মূল্য ৫০ লাখ টাকা। প্রেরকের ঠিকানায় লেখা ছিল মি. মোহাম্মদ, পোস্ট বক্স নং৪৬৬৬৮, সংযুক্ত আরব আমিরাত।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়