গাইবান্ধায় আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেনক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফকামাল লিচুর বাগানের পাকার মাথা নামক বাজারে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরি পর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই কাপড়ের দোকান, কীটনাশকের দোকান ও গালামালের দোকানসহ ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন শাহীন মিয়া, মাহাবুর, ইউনুছ, একাব্বর, মুনছুর, পাবেল, ফারুক, প্রিন্স, রফিকুল ও মিলন মিয়া।
সাদুল্যাপুরের রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম