আশুলিয়ায় কয়েকটি ঝুট গোডাউন পুড়ে গেছে
সাভার: শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ঝুটপল্লিতে আগুন লেগেছে। আগুন ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুটপল্লির কয়েকটি ছোট ঝুট গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার ভোর পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিল্পাঞ্চলের ইউনিক এলাকায় জিএসএম অ্যাপারেলসের পাশে স্থানীয় ঝুটপল্লিতে ব্যবসায়ী কাঞ্চনের মালিকানাধীন ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে ঝুটপল্লির আরো কয়েকটি গোডাউনে। কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় পাশের একটি শ্রমিক কলোলিতে।
আগুনের খবর পেয়ে ডিইপিজেড, সাভার, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েকটি ঝুট গোডাউনের ভেতরে থাকা ঝুট মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকরা দাবি করেন।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, একসঙ্গে কয়েকটি ঝুট গোডাউন এবং পার্শ্ববর্তী শ্রমিক কলোনিতে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। তবে প্রাথমিকভাবে তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম