পরিবহন ধর্মঘটের হুমকি
ওসি প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন ও শাহমখদুম থানার ওসি মিজানুর রহমানকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দিয়েছে রাজশাহী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ওই সময়ের মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দুই ওসির বিরুদ্ধে চাঁদা দাবি, বাস পোড়ানোর প্রকৃত আসামি বাদ দিয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও শ্রমিকদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ এনে রাজশাহীতে দুদফা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে নটায় এবং মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ শেষে এই আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ট্রাক ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহীন, জেলা শ্রমিক ইউনিয়নের দফতার সম্পাদক আবদুল মোমিন নেতৃত্ব দেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক আবদুল মোমিন জানান, রাজশাহীর শিরোইলে হানিফ এন্টার প্রাইজ নামের দুটি বাস বিএনপি-জামায়াত সমর্থকরা ভাঙচুর ও পেট্রল বোমা নিক্ষেপ করে পুড়িয়ে দেয়। বোয়ালিয়া থানার ওসি ওই ঘটনায় প্রকৃত আসামি বাদ দিয়ে সাংবাদিক ও এক বাস শ্রমিককে আসামি করে মামলা দায়ের করেন। হানিফ পরিবহনের রাজশাহী কাউন্টারের ম্যানেজার মঞ্জুর রহমান খোকন মামলা করতে গেলে ওসি তার কাছে দুলাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ওসি আলমগীর হোসেন পুড়ে যাওয়া হানিফ পরিবহনের নাম মামলার এজাহারে উল্লেখ না করে পুলিশ সদস্যকে বাদী করে মামলা দায়ের করান।
তিনি জানান, শাহমখদুম থানার ওসি মিজানুর রহমান সোমবার সন্ধ্যা ছটায় ট্রাক চালক আব্দুর রহিম ও হেলপার মাইনুল ইসলামকে বিনা কারণে গ্রেফতার করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নাশকতা মামলায় জড়ানোর হুমকি দেন।
এব্যাপারে বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বলেন, “হানিফ পরিবহনের ক্ষতি হয়েছে দুলাখ, তারা দাবি করেন ৫০ লাখ। তাদের দাবি এজাহারে লিখিনি তাই মিথ্যা অভিযোগ করছে। সাংবাদিক যদি রিপোর্ট করতে ঘটনাস্থলে গিয়ে থাকেন তাহলে মামলা থেকে তাকে বাদ দেওয়া হবে।”
শাহমখদুম থানার ওসি মিজানুর রহমান জানান, “দুই শ্রমিক মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি করছিলো। তাদের থানা থেকে না ছাড়ায় ক্ষুব্ধ হয়ে শ্রমিক নেতারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম