শুরু হচ্ছে ফ্রাংকোফোনি সপ্তাহ
ঢাকা: ঢাকায় নিযুক্ত ফরাসি ভাষাভুক্ত ৭ দেশের কুটনৈতিক মিশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘ফ্রাংকোফোনি’ সপ্তাহ। তবে ‘ফ্রাংকোফোনি’ সপ্তাহ বলা হলেও আগামী ১২ মার্চ থেকে এ প্রদর্শনী শুরু হয়ে একযোগে ঢাকা ও চট্টগ্রামে চলবে ১০ দিনব্যাপী।
ফরাসি ভাষাভুক্ত দেশ ৭টি হলো, ফ্রান্স, কানাডা, মিশর, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, মরোক্কো এবং কাতার।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আঁলিয়স ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফ্রাংকোফোনিভুক্ত দেশের রাষ্ট্রদূতরা।
তারা বলেন, “শুধু একই ভাষাভুক্ত হওয়াই বড় কথা নয়, ফ্রাংকোভুক্ত দেশগুলো তাদের শিক্ষা, অর্থনীতি, গণতন্ত্র ও সংস্কৃতিসহ সার্বিক বিষয়ে একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করে থাকে। এর ফলে এই ভাষাভূক্ত দেশগুলো সমানতালে উন্নতি ও অগ্রগতি লাভ করবে।”
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, “১৯৯৫ সাল থেকে প্রতি বছর পৃথিবীর অনেক দেশে ফ্রাংকোফোনি সপ্তাহ পালন করা হয়। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে এই সপ্তাহ চলাকালে ঢাকায় দূতাবাস রয়েছে এমন সাত ফ্রাংকোফোনিভূক্ত দেশের চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক, চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, “ফরাসি রাষ্ট্রদূত মিস সোফি আবার্ট, কানাডার রাষ্ট্রদূত বিনয়েট পিয়েরে লারামি, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ এজ্জাত, ভিয়েতনামের রাষ্ট্রদূত এম এনগুয়েন কুয়াং থুচ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস ক্যারোলাইন ট্রওটুয়েলার এবং মরোক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স সাইয়েদ কাশমি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম