News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৭, ১০ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩১, ১৭ জানুয়ারি ২০২০

রাজারবাগে আইজিপি

জামায়াত-শিবির সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ

জামায়াত-শিবির সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, স্বাধীনতার পর বিশেষ একটা শক্তি জামায়াতকে এদেশে পুনর্বাসিত করেছে। তাদের সহযোগিতায় আজ তারা এতো শক্তিশালী হয়ে উঠেছে, যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ বাহিনী।

মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। তাই এর ইতিহাস কীভাবে সংরক্ষণ করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। এগুলো সংরক্ষণ করতে না পারলে পরবর্তী প্রজন্ম পথভ্রষ্ট হয়ে পড়বে।”

বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “মানুষ কীভাবে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে! একাত্তর সালের পর এমন দৃশ্য এখন দেখতে হচ্ছে। এর শেষ কোথায়? এমন দৃশ্যের অবতারণা বন্ধে সামাজিক বিপ্লব দরকার, চেতনার বিপ্লব দরকার। এই পশ্চাৎপদতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “গণমানুষের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা তা আরও বেগবান করতে হবে। এক্ষেত্রে যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, সহকর্মীদের শহিদ হতে দেখেছেন, জাতির এ ক্রান্তিলগ্নে তাদের দায়িত্ব নিতে হবে।”

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, “রাজারবাগে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের স্মরণে জাদুঘর তৈরির যে প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা আমাদের পুলিশ বাহিনীকে আরও বেগবান করবে। জাতির যে একটি গৌরবময় অতীত ঐহিত্য রয়েছে এবং সে সময় পুলিশ বাহিনীর যে অপরিসীম ভূমিকা ছিল তা স্মরণে রাখবে বাংলাদেশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পুলিশ ও তাদের সন্তানসহ বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়