News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৯, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২০

পৌর প্রকৌশলীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ

পৌর প্রকৌশলীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার বাজার ইজারার দরপত্র নিয়ে প্রকৌশলীর বিরুদ্ধে জালিয়াতি ও কারচুপির অভিযোগ করেছেন এক ঠিকাদার। দরপত্র বাতিল করে পৌর প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ওই ঠিকাদার।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, কসবা পৌরসভার পুরাতন বাজার ও রিকশা স্ট্যান্ডের ইজারার জন্য গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঠিকদার কামাল উদ্দিন সোমবার যথাসময়ে তার দরপত্র পৌরসভার দরপত্র-বাক্সে দাখিল করেন। দরপত্র খোলার নির্ধারিত সময়ের আগেই ঠিকাদার ও দরপত্র কমিটির অনুপস্থিতিতে পৌর প্রকৌশলী বাক্স খুলে ফেলেন। তিনি ঠিকাদার কামাল উদ্দিনের দরপত্রটি দেখে অন্য একটি দরপত্র তৈরি করেন। পাশাপাশি আরও কয়েকটি দরপত্রের খাম খুলে আবার লাগিয়ে ফেলার চেষ্টা করেন।

ঠিকাদাররা অভিযোগপত্রে বলেন, ওই সময় দরপত্র কমিটির সদস্যগণ উপস্থিত না থাকায় তারা দেখতে পান, প্রকৌশলী কামরুজ্জামান দরপত্রের খামগুলো এলোমেলো করছেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও ঠিকাদাররা জড়ো হলে দেখতে পান কামাল উদ্দিনের দাখিলকৃত দরপত্রের খামসহ আরও কয়েকটি খামের মুখ খোলা।

এ ঘটনায় প্রকৌশলীর বিরুদ্ধে পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ঠিকাদার কামাল উদ্দিন।

এবিষয়ে প্রকৌশলী কামরুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।


নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়