কুমিল্লায় অপহরণ নোয়াখালীতে উদ্ধার, আটক ২
নোয়াখালী: কুমিল্লার মনোহরগঞ্জ থেকে অপহৃত রুহুল আমিন (৫১) নামের এক ব্যক্তিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে আটক করে পুলিশ। মঙ্গলবার ভোরে বাংলাবাজার থেকে তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত রুহুল আমিন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকার হায়দার আলীর ছেলে।
আটককৃতরা হলো, ঢাকার মোহাম্মদপুর এলাকার হানিফের ছেলে রাসেল (৩১), সিলেট জেলার দাউদপুরের মোশারগাঁও এলাকার এখলাছ মিয়ার ছেলে নাজির হোসেন (৫৭) এবং কুমিল্লার শামীম (৩৫)।
থানা ও স্থানীয় সূত্র জানায়, রোববার একটি মাইক্রোবাসে করে ৭/৮ জন লোক কোম্পানীগঞ্জের মুছাপুরে আসে। এরপর তারা গাড়িটি নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। মঙ্গলবার ভোরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দুজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এসময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে আটক করে। তাদের দেয়া অনুযায়ী বাংলাবাজার থেকে অপহৃত রুহুল আমিন নামে এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত রুহুল আমিন জানায়, গত দুদিন আগে অপহরণকারীরা তাকে বিপুলাসার নিজ বাড়ি থেকে ডেকে অপহরণ করে মাইক্রোবাসে এ স্থানে নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধার ও আটককৃত তিন জনই মাদক ব্যবসায়ী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে এ অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম