আমিনুলকে ফেরত চেয়ে মানববন্ধন
ঢাকা: “আমি কিচ্ছু চাই না আমি শুধু আমার স্বামীকে জীবিত এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরত চাই।”
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিখোঁজ গার্মেন্টস শ্রমিক আমিনুলের সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনে আমিনুলের স্ত্রী মিনা আমিন এ দাবি করেন।
গত ৫ মার্চ আমিনুল তার কর্মস্থল শারদ ফ্যাশন গার্মেন্টস থেকে দুপুরে খাওয়ার পর বাসার দিকে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আমিনুলের স্ত্রী মিনা আমিন বলেন, “আমি র্যাব, পুলিশ, ডিবি সবার কাছে গেছি। এখন সরকারের কাছে আকুল আবেদন আমার স্বামীকে ফিরিয়ে দিন।”
মানববন্ধনে বক্তারা বলেন, “আমিনুল অত্যন্ত ভালো মানুষ, সে কারো সাথে কোনো রকম বিবাদে জড়াতো না। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি সরকার যেন আমিনুলকে সুস্থ, স্বাভাবিকভবে জীবিত উদ্ধারের ব্যবস্থা করেন এবং আমিনুলকে যারা অপহরণ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন।”
মানববন্ধনে সাংবাদিক ফেডারেশনের আহবায়ক রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, বাহরাইন সুলতান বাহার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম