বংশী নদীতে গ্যাস পাইপে ফাটল: তিনদিনেও মেরামত হয়নি
সাভার: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের কাছে তুরাগ নদীর তলদেশে তিতাস গ্যাস লাইনের পাইপ ফাটলের তিনদিন কেটে গেলেও এখন পর্যন্ত মেরামত কিংবা দুর্ঘটনা এড়াতে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় চরম আতঙ্কসহ ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
রোববার দুপুরে বালু বোঝাই একটি ট্রলারের সাথে তিতাস সঞ্চালন লাইনের এ পাইপটির ধাক্কা লাগলে পাইপ ফেটে বুদবুদ আকারে প্রচণ্ড চাপে বেরিয়ে আসতে থাকে গ্যাস। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এঘটনার পর থেকে ওই লাইন থেকে সরবরাহকৃত গ্যাসের চাপও কমতে শুরু করেছে।
মঙ্গলবার সকালে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সাভার অফিসের কতিপয় কর্মকর্তা ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট টিমকে খবর দেন। গাজীপুর থেকে এক্সপার্ট টিমের একটি দল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করলেও পাইপ মেরামত করতে পারেননি।
এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, আজ সকাল থেকে তুরাগ নদীর পাশে ভ্যাকু দিয়ে মাটি খুড়ে ফেটে যাওয়া পাইপটি খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিতাস গ্যাস অফিসের শ্রমিকরা।
এলাকাবাসী জানায়, পাইপটি মেরামত না করায় একদিকে নদীতে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে এ ঘটনায় ফুলবাড়ীয়া, কালিনগরসহ সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।
জানতে চাইলে সাভার গ্যাস পাইপের ফাঁটলের খবরে ঘটনাস্থলে আসা তিতাস গ্যাস অফিসের ম্যানেজার প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নদীর পানি কমে যাওয়ায় ট্রলারের সাথে পাইপের ঘর্ষণে পাইপটি ফাটল ধরায় বুদবুদ আকারে প্রচণ্ড চাপে গ্যাস বেরিয়ে আসছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানটিকে ঘিরে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম