লিবিয়ায় ২১ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে
ঢাকা: লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেটের হাতে (আইএস) দুইজন অপহৃত হওয়ার পর ২১ বাংলাদেশিকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়েছে। আল-ঘানি তেল কারখানা থেকে হেলাল উদ্দিন এবং মোহাম্মদ আনোয়ার দুই বাংলাদেশি অপহৃত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি: অনুবিভাগ সূত্র জানায়, লিবিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত তেল কারখানাটির আশেপাশের এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে ইসলামিক জঙ্গিরা। আর কোন বাংলাদেশি নাগরিক যেন অপহৃত না হয় সেজন্য তাদের সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
এর আগে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল-ঘানি তেলখনি থেকে আইএস জঙ্গিদের হাতে দুই বাংলাদেশিসহ নয়জন অপহৃত হওয়ার কথা জানানো হয়। বাংলাদেশি দুজন হলেন- জামালপুরের মো. হেলাল উদ্দিন এবং নোয়াখালির মোহাম্মদ আনোয়ার।
ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস সূত্র আরো জানিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশি নাগরিক হেলাল ও আনোয়ারকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এসজে
নিউজবাংলাদেশ.কম