News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২০

আইএসের হাতে অপহৃতদের মধ্যে আরো এক বাংলাদেশি

আইএসের হাতে অপহৃতদের মধ্যে আরো এক বাংলাদেশি

লিবিয়ার সিরতে শহরের আল-ঘানি তেলখনি থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে অপহৃতদের মধ্যে আরো এক বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গিয়েছে।  তার নাম মোহাম্মদ আনোয়ার। যার পাসপোর্ট নম্বর (AE 3630754)। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি: অনুবিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে এখন পর্যন্ত সিরিয়ায় আইএসের হাতে অপহৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ার আল-ঘানি তেলখনি থেকে অপহৃত নয়জনের মধ্যে হেলাল উদ্দিন নামে একজন বাংলাদেশি বলে জানানো হয়েছিল। তার বাড়ি জামালপুরে (পাসপোর্ট নম্বর বি ০১৫৬৫৫৩)।

উল্লেখ্য, গত শুক্রবার আইএস জঙ্গিরা লিবিয়ার সিরতে শহরের দক্ষিণে আল-ঘানি তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে, যাদের কয়েকজনকে শিরোশ্ছেদ করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তেলখনিটি পুনরায় নিজেদের দখলে নেয়। তবে তেলখনি থেকে পিছু হটার সময় আইএস জঙ্গিরা নয়জনকে অপহরণ করে নিয়ে যায়, যাদের মধ্যে দুইজন বাংলাদেশি।

মন্ত্রণালয়ের সূত্র আরো জানিয়েছে,  ইতিমধ্যে বাংলাদেশি নাগরিক হেলাল ও আনোয়ারকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়