এবার বিমানবন্দরের পোস্ট অফিসে ১ কেজি সোনা
ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিসে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ওজনের আটটি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন কাস্টমস হাউসের সহকারী পরিচালক জিয়া উদ্দিন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর থেকে ডিভিডি প্লেয়ারের ব্যাটারি চেম্বারে লুকিয়ে আনা আটটি সোনার বার জব্দ করা হয়। সোনাগুলো দুবাই থেকে মোহাম্মদ নামে এক ব্যক্তি পার্সেল সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছেন বায়তুল মোকাররমের এক ব্যবসায়ীর ঠিকানায়। পার্সেলে প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে- হৃদয় ইলেকট্রনিক্স, দোকান নং ই-১৭, নিউ সুপার মার্কেট, বায়তুল মোকাররম। মোবাইল ০১৯৪৫৬৯২৩০৬।
প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে মি. মোহাম্মদ, পোস্ট বক্স নং৪৬৬৬৮, সংযুক্ত আরব আমিরাত।
জব্দকৃত সোনার ওজন ৯৩২ গ্রাম। মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনার তদন্ত চলছে।
জিয়া উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দরের পোস্ট অফিসে একটি ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে কাস্টমস কর্তৃপক্ষ এ সোনা উদ্ধার কর। ডিভিডি প্লেয়ারটি দুবাই থেকে মোহাম্মদ নামের এক ব্যাক্তির ঠিকানায় আসে। এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮২ ফ্লাইটে সোমবার রাতে ডিভিডি প্লেয়ারটি বিমান বন্দরে আসে। পরে ফ্লাইটের মালামাল পোস্ট অফিসে বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম