News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৯, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৫:০৯, ১৮ জানুয়ারি ২০২০

কমলনগরে যৌতুকের বলি স্ত্রী

কমলনগরে যৌতুকের বলি স্ত্রী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্ত্রী রাশেদা বেগম মাসুখকে (২৪) গলা কেটে হত্যা করেছে তার স্বামী মো. সুমন (৩০)। ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছেন। যৌতুকের টাকা না পেয়ে সোমবার গভীর রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকার হাবাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে কমলনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রাশেদা বেগম রব বাজার এলাকার মৃত তাজুল হকের মেয়ে। সুমন কুমিল্লার বালুতুলার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে রাশেদা ঢাকায় গামের্ন্টে চাকরি করত। সেখানে চাকরি করার সময় সুমনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন কমলনগরে শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্য সুমন রাশেদাকে প্রায়ই মারধর করত। এ নিয়ে কয়েক দফা যৌতুক আদায় করেছে সুমন।

এরপরও তাদের পারিবারিক কলহ লেগেই থাকত বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিন উদ্দিন। তিনি নিউজবাংলাদেশকে জানান, কয়েকদিন আগে সুমন রাশেদার কাছে ৩০ হাজার টাকা চায়। রাশেদা এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন রাশেদাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যৌতুক ও পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

নিউজবাংলাদেশ/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়