‘দুর্দিনে জাতিকে জাগিয়ে তোলা ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন’
সিনিয়র রিপোর্টার
বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের গৌরবময় বিজয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে ই্উনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদের পাঠানো ই-মেইল বার্তায় ইউনূসের অভিনন্দনবার্তা জানানো হয়। এতে দুর্দিনে জাতিকে আবারো জাগিয়ে তোলায় বাংলাদেশ ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করা হয়।
ইউনূসের অভিনন্দন বার্তায় লেখা হয়েছে, "বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় জাতিকে এমন এক উচ্চমার্গে নিয়ে গেছে যা জাতি বহুদিন স্মরণে রাখবে। এই বিজয় জাতিকে মহাআনন্দের একই সূত্রে গেঁথে একতাবদ্ধ করেছে। আজকের এই আনন্দঘন মুহূর্ত দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে আমাদেরকে আবারও অনুপ্রাণিত করে তুলেছে। বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ় প্রত্যয় প্রকাশ করছি। জাতিকে এই দুর্দিনে আবারও জাগিয়ে তোলার জন্য আমাদের প্রিয় ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।"
সোমবার অস্ট্রেলিয়ার এডিলেডের ওভালে অনুষ্ঠিত গ্রুপম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। টাইগারদের স্মরণীয় সাফল্যে ভাসছে সমগ্র দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালিরা।
নিউজবাংলাদেশ.কম/আরবআর/একে
নিউজবাংলাদেশ.কম