News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১১, ১৮ জানুয়ারি ২০২০

শুভেচ্ছা-অভিনন্দনে ভাসছে টাইগাররা

শুভেচ্ছা-অভিনন্দনে ভাসছে টাইগাররা

ঢাকা: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে ওঠায়  শুভেচ্ছা ও অভিন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সোমবার অ্যাডিলেডে বাংলাদেশ দলের এ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। একইসঙ্গে ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের।

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ জাতীয় পর্যায়ের নেতারা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরো সুপ্রতিষ্ঠিত করবে।”

ডেপুটি স্পিকার বলেন, “বাংলাদেশ জয়ী  হয়ে সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে।” তিনি ভবিষ্যতেও বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
 
চিফ হুইপ বলেন, “বাংলাদেশ জয়ী হয়ে আমাদের জন্য যে আনন্দ ও সম্মান বয়ে এনেছে তা সত্যিই অনন্য। এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি বিশ্বে সমুজ্জ্বল হয়েছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “আশা করছি বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেটে আগামী খেলাগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।”

টাইগারদের জানানো অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, “এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি বিশ্বে সমুজ্জ্বল হয়েছে।”

এছাড়াও বিজয়ের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে আসে। টাইগারদের এই জয়ে দেশের সর্বস্তরের জনতাও ভাসছে আনন্দে-উত্তেজনায়।

নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়