ত্রিপুরার ডেপুটি স্পিকার
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া: ত্রিপুরার ডেপুটি স্পিকার পবিত্র কর বলেছেন, “শিক্ষা ও আত্মনির্ভরশীলতায় বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশে সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন হয়েছে। এদেশ আমাদের নিকতম প্রতিবেশী, এখানে আমার জন্মস্থান। বাংলাদেশের উন্নতি, প্রগতি দেখে গর্বিত হই। আন্তজার্তিক নারী দিবসের জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। নারী দিবসের তাৎপর্য বক্তৃতা-আলোচনায় নয়, প্রমাণ করতে হবে, করে দেখাতে হবে।”
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ‘নারী উন্নয়ন ফোরাম’ আয়োজিত নারী মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারলে নারীর প্রকৃত ক্ষমতায়ন হবে না। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে নারী নির্যাতন বন্ধ হবে, নারীরা সমীহ আদায় করতে পারবে। আমি বিশ্বাস করি এবং দেখছি, বাংলাদেশ সত্যিকার অর্থে নারী ক্ষমতায়ন করে দেখিয়েছে। বর্তমান বাংলাদেশের নারীরা যেভাবে শিক্ষায়, কর্মে, অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা গর্বিত, আমরা আশাবাদী।”
সদর উপজেলা ‘নারী উন্নয়ন ফোরামে’র সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো. মনির হোসেন। পরে ত্রিপুরার ডেপুটি স্পিকার মেলায় নারীদের তৈরি নানা পণ্য সামগ্রীর স্টল পরিদর্শন করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। মেলায় অতিথিদের স্বাগত জানান সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। ত্রিপুরার ডেপুটি স্পিকারকে মেলা আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে কাগজের তৈরি ফুলের টব ও গামছা দেয়া হয়।
উল্লেখ্য, আর্ন্তজাতিক নারী দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে রোববার থেকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিন ব্যাপী নারী মেলা শুরু হয়েছে। মেলায় নারীদের হাতে তৈরি পণ্য সামগ্রীর ২০টি স্টল খোলা হয়েছে। ইউপিজিপি ও ইউজেডজিপির সহায়তায় প্রতিষ্ঠিত ‘নারী উন্নয়ন ফোরামে’র উদ্যোগে এবারই প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় এধরনের মেলা আয়োজন হয়েছে। অর্থ সহায়তা দিয়েছে সদর উপজেলা পরিষদ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম