শাজাহান খানের পতাকা মিছিলে ককটেল বিস্ফোরণ
নিউজবাংলাদেশ.কম রিপোর্ট
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পতাকা মিছিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শহীদ মিনার অভিমুখে যাওয়ার সময় ৫৯ পুরানা পল্টন বন্ধু হোটেলের (আবাসিক) সামনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে মিছিলে অংশ নেওয়া উত্তেজিত শ্রমিকরা ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে।
বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে এ মিছিলের আয়োজন করে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। মিছিলের আগে মতিঝিলে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে
প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
তবে ককটেল বিস্ফোরণের কোনো খবর এখনো পাননি বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার মর্জিনা আকতার।
নিউজবাংলাদেশ.কম