News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ০৩:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে

কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে তার মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে এই পরোয়ানা পড়ে শোনানো হয় ৭১-এ গণহত্যার অন্যতম কুশীলব এই যুদ্ধাপরাধীকে।

পরোয়ানা শোনানোর পর সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের বলেন, ”পরোয়ানা তাকে (কামারুজ্জামান) পড়ে শোনানো হয়েছে। তিনি (কামারুজ্জামান) তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। যা বলার আইনজীবীদের সঙ্গে বলবেন বলে জানিয়েছেন।” এর আগে বেলা ২টার দিকে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান লাল কাপড়ে মোড়ানো কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

দুপুর ১২টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন। এর পরপরই ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মৃত্যু পরোয়ানা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হন।

কামারুজ্জামানের আইনজীবী শিশির মোহাম্মদ মনীর বলেন, “রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাবো।”

তবে কবে কপি হাতে পেতে পারেন তা তিনি জানাননি।
আরএস/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়