বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র চলছে
ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যখন সজীব ওয়াজেদ জয় তৈরী হচ্ছেন তখন তাকে অপহরণ ও হত্যা করে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র চলছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদা জিয়া আপনি আর কত লাশ চান’ শীর্ষক মানববন্ধনে টুকু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় স্বল্প সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। অথচ ষড়যন্ত্রকারীরা তাকে আমেরিকার মাটিতে হত্যা করতে চেয়েছিল।
টুকু বলেন, খালেদা হারতাল-অবরোধের নামে মানুষ হত্যা করছে। তিনি (খালেদা জিয়া) আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতা পরিচালনা করছে। তার আন্দোলনে জনগণের কোনো স্বার্থ নেই।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা-নাশকতা ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন। তা নাহলে বাংলার জনগণকে সাথে নিয়ে আপনাকে দেশ থেকে উৎখাত করা হবে।
মানববন্ধনে হাজী মো. সেলিম এমপি বলেন, বিএনপি চাচ্ছে কুটনিতিকরা কিছু বলুক। কিন্তু কুটনিতিকরা আর কি বলবে! বিএনপির কর্মীরাই মাঠে নামছে না। পেট্রোলবোমা মারছে মৌলবাদী, জঙ্গীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই
নিউজবাংলাদেশ.কম