News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

অরক্ষিত হয়ে পড়ছে স্মৃতিসৌধ

অরক্ষিত হয়ে পড়ছে স্মৃতিসৌধ

সাভার: জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকার অদূরে সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। সেই স্মৃতিসৌধই হয়ে পড়েছে অরক্ষিত। স্থানীয় সাধারণ প্রকৃতির ডাকে সাড়া দিতে সৌধের বন্ধ গেট টপকে প্রবেশ করেন ভেতরে।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য এ সৌধ খোলা রাখা হয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ দর্শনার্থীর আগমন ঘটে সৌধ প্রাঙ্গণে। আগত সকল সাধারণ দর্শনার্থীর প্রবেশের জন্য সৌধ কর্তৃপক্ষ সৌধের ২ নম্বর গেটটি খুলে রাখে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত। ২ নম্বর গেটটির একটু আগেই ১ নম্বর গেটের অবস্থান। এই গেটটি সারা বছর বন্ধ থাকে। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এলে খুলে দেয়া হয়।

বন্ধ রাখা ১ নম্বর গেটটিতে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় প্রকাশ্যে অবাধে অবৈধভাবে সৌধ প্রাঙ্গণে প্রবেশ করছে সাধারণ মানুষ, যাদের অধিকাংশেরই উদ্দেশ্য প্রকৃতির ডাকে সাড়া দেয়া।

সৌধের বাইরে রাস্তার পাশে চা-পান বিক্রি করেন আব্দুল মালেক নামের এক ব্যক্তি। তিনি প্রতিদিন এই বন্ধ ভিআইপি গেট দিয়ে সৌধের ভেতরে প্রবেশ করেন। এবং প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার চলে যান। তিনি জানান, যদি এই গেটটিতে কোনো নিরাপত্তা কর্মী থাকতো তাহলে এভাবে কেউ অবৈধভাবে ভেতরে প্রবেশ করতে সাহস পেত না।

আরাফাত হোসেন নামের আরেক ব্যক্তি জানান ভিন্ন কথা। তিনি জানান, বন্ধ গেট টপকে অন্যকে ভেতরে প্রবেশ করতে দেখে অনেকেই অবৈধভাবে প্রবেশ করেন।  তিনি আরও জানান, সাধারণ দর্শনার্থী প্রবেশের জন্য খোলা রাখা গেটটি নবীনগর বাসস্ট্যান্ড থেকে অনেকটা দূরে হওয়ায় অনেকেই এভাবে প্রবেশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, প্রয়োজনের তুলনায় তাদের জনবল কম থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা এই অবৈধ অবৈধ প্রবেশ ঠেকাতে পারছেন না।

সৌধ প্রাঙ্গণে অবৈধ প্রবেশ সম্পর্কে জানতে সৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিদ্রুত বন্ধ গেটটি দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় স্মৃতিসৌধের ভেতরে অবৈধ প্রবেশ ও এর পবিত্রতা রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নেয়া হবে এমনটাই প্রত্যাশা সাধারণ দর্শনার্থীদের।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়