News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৬, ৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩৩, ১৭ জানুয়ারি ২০২০

এবার ‘সাইকেলবোমা’

এবার ‘সাইকেলবোমা’

ঢাকা: পেট্রলবোমার পর এবার এলো সাইকেলবোমা। এই অভিনব সাইকেলবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত পৌনে দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাকীবুল ইসলাম মণ্ডল ওরফে রাকীব ওরফে শশী (২৫), আমিনুল ইসলাম রানা (৩০) ও রিয়াজুল ইসলাম রিয়াজ (২২)।

আটককৃতদের কাছ থেকে বিস্ফোরকভর্তি বাইসাইকেল, ৫৮টি ককটেল, একটি পাইপবোমা, ৪৮টি পেট্রলবোমা, ৫০০ গ্রাম সালফার পাউডার ও নাশকতার কাজে ব্যবহৃত অন্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

গতকাল রোববার বিকেলে র‌্যাব ২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘এই সাইকেলবোমা দিয়ে বড় ধরনের নাশকতা চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন করাই আটকদের মূল উদ্দেশ্য ছিল।’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতার তৎপরতায় সাইকেলবোমা হামলা পরিকল্পনা হয় দাবি করে তিনি বলেন, ‘আটককৃতদের নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (সাবেক কমিটি) আনিসুর রহমান খোকনের নির্দেশে ও আর্থিক সহায়তায় রানা খুলনা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করে। একটি বাইসাইকেল খুলে সেটার ভেতর খুব কৌশলে বিস্ফোরকগুলো লুকিয়ে পুনরায় বাইসাইকেলটি লাগিয়ে সরবরাহ করে। বাইসাইকেলের পাইপের ভেতরে বিস্ফোরকদ্রব্য এমনভাবে সেট করা ছিল যাতে এর ফিউজে আগুন দেয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটত। রানা অভিনব পন্থায় বাইসাইকেলের পাইপের ভেতরে করে বিস্ফোরকদ্রব্য কুরিয়ার সার্ভিসযোগে রাকীবের ঠিকানায় ঢাকায় পাঠায়।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়