মাতৃভাষা দিবস
কঠোর নিরাপত্তার চাদরে রাজধানী
নিউজবাংলাদেশ.কম রিপোর্ট
দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত শহীদ মিনার ও তার আশপাশে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান।
তিনি বলেন, ‘বিশেষ করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ থাকবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের বিষয়ে নির্দিষ্ট সেট রুল রয়েছে। এই রুল অনুযায়ী প্রথমে রাষ্ট্রপতি, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী এবং পরে
বিরোধীদলীয় নেত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। এবার মমতা ব্যানার্জীও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এর পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে। এক্ষেত্রে সবাইকে পর্যাপ্ত নিরাপত্তা বিধান করা হবে।’
নিউজবাংলাদেশ.কম