News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩৪, ১৭ জানুয়ারি ২০২০

হত্যার হুমকি দেওয়া ১০ জনকে গ্রেফতারের পরিকল্পনা

হত্যার হুমকি দেওয়া ১০ জনকে গ্রেফতারের পরিকল্পনা

অভিজিৎ রায়কে ফেইসবুকে, সামাজিক যোগাযোগ সাইটে যারা হত্যার হুমকি বা হত্যায় উৎসাহিত করছিল তাদের গ্রেফতারের পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এফবিআইয়ের গোয়েন্দারা জঙ্গিদের সন্দেহ করছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, এঘটনায় জড়িত সন্দেহে রিমান্ডে থাকা ফারাবী শফিউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করলেও অভিজিৎকে হুমকিদাতা ‘কিছু লোকের’ নাম জানিয়েছেন বলে মনিরুল জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক-ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে যোগ দিয়ে এফবিআই কর্মকর্তারা গত শুক্রবার হত্যাকাণ্ডস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তারা অভিজিতের বাবা অজয় রায়ের কথাও শনিবার শুনেছেন।

এ প্রসঙ্গে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, এফবিআইয়ের সরাসরি অপারেশনে অংশগ্রহণের সুযোগ নেই। তারা এই হত্যা রহস্য উদ্ঘাটনে প্রযুক্তিগত সহায়তা দেবে। যদি কাউকে গ্রেফতারের বিষয়ে তারা রিকম্যান্ড করে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরো জানান, ফারাবী ছাড়াও অভিজিৎকে যারা হত্যার হুমকি দিয়েছিল বা ফেইসবুকে কমেন্ট করে হত্যায় উৎসাহিত করতে চেয়েছিল তাদের গ্রেফতারের পরিকল্পনা রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল জানান।

তিনি বলেন, "১০ জনের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের গ্রেফতারের পরিকল্পনা আছে।"

তিনি আরও বলেন, অভিজিৎ রায় যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক, ভবিষ্যতে এফবিআই চাইলে তাদের নিজ দেশেও এই ঘটনায় মামলা করতে পারে। তারা তখন যদি আমাদের সহায়তা চায়, আমরা করব। তাছাড়া এখন হত্যার কোনো আলামত তারা যদি বিদেশে নিয়ে পরীক্ষা করতে চায়, সেই সুযোগও রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়