News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১২:৫৫, ১৯ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের রিভিউ আবেদন কার্যতালিকায়

কামারুজ্জামানের রিভিউ আবেদন কার্যতালিকায়

ঢাকা: কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি আপিল বিভাগের সোমবারের কার্যাতালিকায় এসেছে।

রোববারের বিকেলে আপিল বিভাগের ওয়েব সাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আবেদনটি আদেশের জন্য রাখা হয়েছে। অর্থাৎ আপিল বিভাগ সোমবার এ আবেদনের ওপর আদেশ দেবেন। তবে কী আদেশ দেবন তা উল্লেখ নেই।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের আবেদনটি আপিল বিভাগের এক নাম্বার কার্যতালিকায় রাখা হয়েছে। সেখানে লেখা আছে- মুহাম্মাদ কামারুজ্জামান বনাম চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কামারুজ্জামানের রিভিউ আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এর আগে রোববার জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “সোমবার কামারুজ্জামানের রিভিউ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে।”

তিনি বলেন, “আমি আশা করি সোমবার কামারুজ্জামানের রিভিউ আবেদনটি আপিল বিভাগে শুনানি হবে।”

রোববার বেলা ২টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে কামারুজ্জামানের আবেদন শুনানিতে ৪ সপ্তাহ সময়ের আবেদন করেছেন আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তবে সোমবার আপিল বিভাগ এ আবেদনের শুনানির জন্য সময় দেবেন কি না তা এখনও জানা যায়নি।

গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা।

বাংলামেইল২৪ডটকম/এআই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়