News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০১:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্প

দিনাজপুরে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্প

দিনাজপুরে দেশের সর্ববৃহৎ রাবার ড্যামের (১৩৫ মিটার) প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার দুপুরে সদর উপজেলার মোহনপুর এলাকায় এই রাবার ড্যামের মাধ্যমে প্রায় ৫০০ হেক্টর জমিতে পানি সেচ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে রাবার ড্যাম প্রকল্পের কর্যক্রম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস, কোতয়ালী আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, এই রাবার ড্যামে ধারন করা পানির মাধ্যমে সদর ও চিরিরবন্দর উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৪ হাজার কৃষক পরিবার সুফল ভোগ করবে। এতে করে বছরে ৩ হাজার মেট্রিক টন  বেশি ধান উৎপাদন হবে ও কৃষকদের প্রায় ৫ কোটি টাকা লাভবান হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীতে ধারন করা পানিতে মাছ চাষেরও পরিকল্পনা রয়েছে।

ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই এলাকার কৃষকদের কথা চিন্তা করে ২০১১ সালের ১৯ ডিসেম্বর দিনাজপুর সদর উপজেলার মোহনপুর এলাকায় আত্রাই নদীর উপর ১৩৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণের কার্যক্রম শুরু হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এই রাবার ড্যাম নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও ২০১৩ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাবার ড্যাম উদ্বোধন করেন।

এই রাবার ড্যাম নির্মাণ কাজের তত্বাবধান করে দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি জানিয়েছে, ‍``এটি দেশের বৃহত্তম রাবার ড্যাম।"

এলজিইডি সূত্রে জানা যায়, ১৩৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণে ব্যয় হবে ১৫ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ৪৩৬ টাকা ।

নিউজবাংলাদেশ.কম/এএইচেক

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়