News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ২০:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

সরকার চাইলে সংকট উত্তরণ একদিনেই: খোকা

সরকার চাইলে সংকট উত্তরণ একদিনেই: খোকা

সরকার যদি বিরোধী জোটের সঙ্গে সংলাপে রাজি হয় তবে দেশে চলমান সংকট এক দিনেই অবসান হতে পারে। একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন ঢাকার সাবেক এই মেয়র।
তিনি বলেন, বিএনপির প্রধান খালেদা জিয়া যে সাত দফা প্রস্তাব দিয়েছেন, এর ভিত্তিতে আলোচনা সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেননি।
সাদেক হোসেন খোকা বলেন, বিরোধী জোটের সঙ্গে সরকার সংলাপে রাজি হলে চলতি সংকট এক দিনেই অবসান হতে পারে।
সংলাপের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনার আগে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা শুরু হতে পারে। বিরোধী জোটের প্রতিনিধি ছাড়াও ওই আলোচনায় সুশীল সমাজের ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত হতে পারেন। আলোচনা সরাসরি ও উন্মুক্ত পরিবেশে হতে পারে।
তার প্রস্তাবিত সংলাপ জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা যেতে পারে বলেও মত দেন তিনি।
জেকে/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়