নেপালে আটকে পড়াদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ ফ্লাইট
নেপালের ত্রিভুবন বিমানবন্দর সচল হওয়ার পর কাঠমাণ্ডুতে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ।
কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার (৪ মার্চ) টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস ৩৩০ উড়োজাহাজ ২২৪ জন যাত্রী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিঁটকে পড়ে। এতে বুধবার থেকে কোনো আন্তর্জাতিক রুটের কোনো ফ্লাইট কাঠমান্ডু ছেড়ে যেতে ও অবতরণ করতে পারেনি। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারবাস ৩৩০ সরিয়ে ফেলতে সক্ষম হয়। এরপর রাতে বিমানবন্দরটি খুলে দেওয়া হয়।
এ ঘটনায় পাঁচ শতাধিক বাংলাদেশি যাত্রীসহ বিভিন্ন দেশের সহস্রাধিক যাত্রী কাঠমাণ্ডুতে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন। বিমানবন্দর সচল হওয়ার পরপরই বিমান বাংলাদেশ আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করে। রোববার সকাল ৯টায় একটি এবং দুপুর একটায় আরেকটি এয়ারবাস ৩১০ কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম