রূপগঞ্জে স্পিনিং মিলে আগুনে ৮ জন দগ্ধ
নিউজবাংলাদেশ.কম রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আট শ্রমিক।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকার নোয়াব স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধরা হলেন- ইসমাইল (৪২), রোকনুজ্জামান (৩৭), হাফিজুল ইসলাম (১৮), নাসিমা (১৬), হাওয়া (১৮), ওয়াদুদ (২৫), আসমা (৩০) ও আফরোজা (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আগুনে মিলের বিপুল পরিমাণ সুতা, তুলা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, রাতে আগুন লাগার পর তা কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে মিলের আট শ্রমিক দগ্ধ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, গ্যাসের পাইপ ফুটো হয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নোয়াব স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক বিএম আতিকুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, আগুনে তাদের অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম