News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:০৪, ১৯ জানুয়ারি ২০২০

অপহরণের ১০ দিন পর গৃহবধূ উদ্ধার : গ্রেফতার ১

অপহরণের ১০ দিন পর গৃহবধূ উদ্ধার : গ্রেফতার ১

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় অপহরণের ১০ দিন পর লিমা (২০) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে শৈলকুপা থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দুই নম্বর মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুলায়মানের ছেলে শামীমের স্ত্রী লিমাকে কৌশলগতভাবে গত ২৮ ফেব্রুয়ারি অপহরণ করা হয়। লিমার বাবা শাহাবুদ্দিন শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩ এর ১১(খ) ধারায় শামিম ও তার বাবা সুলায়মানসহ চারজনকে আসামি করে মামলা করেন।  

অপহরণের ১০দিন পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে শৈলকুপা থানার এএসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ জেলার হরিণাকুণ্ডু থানার বাগআচড়া এলাকা থেকে লিমাকে উদ্ধার করে। পুলিশ অভিযান চালিয়ে মামলার ৪নম্বর আসামি রোকনুজ্জামানকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত লিমা জানান, তার স্বামী শামিম হোসেন ও শ্বশুর সুলায়মান তাকে আত্মীয়বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ঝিনাইদহ নিয়ে যায়। পরে তিন ব্যক্তির নিকট ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। ভিকটিমকে একটি রুমে আটকে বিভিন্ন পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। লিমার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এমএ হাসেম খান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়