‘ক্রেন ছাড়া এটি উদ্ধার সম্ভব নয়’
ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি: আশুগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রায় দু’টন ওজনের চিনি ও চালের বস্তা নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ক্রেন ছাড়া উদ্ধার করা সম্ভব নয়। একথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এদিকে ট্রলারডুবির নিখোঁজ যাত্রীদের সবাই সাতড়ে নিরাপদে তীরে ফিরে এসেছে। তবে সকাল ১০টার দিকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ভেসে ওঠা এক বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিআইডব্লিউটিএর আশুগঞ্জ বন্দর পরিদর্শক মো. শাহ আলম নিউজবাংলাদেশকে বলেন, সকালে উদ্ধারকৃত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌযান অগ্নিতরণীর লোকজন।
তিনি আরো জানান, ট্রলারটি উদ্ধারে ক্রেনের সাহায্য লাগবে। এজন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে ক্রেন আনা হবে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী নিউজবাংলাদেশকে জানান, ক্রেন ছাড়া এটি উদ্ধার সম্ভব নয়। কারণ ট্রলারটি গভীর পানিতে ডুবে গেছে।
উল্লেখ্য, রোববার সকাল সাতটার দিকে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। এ ট্রলার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের উদ্দেশে ভৈরব থেকে ছেড়ে যাচ্ছিল। আশুগঞ্জে বন্দরের কাছাকাছি পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটিতে দশ-বারোজন যাত্রী এবং চিনি ও চালের বস্তা বোঝাই করা ছিল।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম