আশুলিয়ায় অস্বাস্থ্যকর স্বাস্থ্যসেবার ‘চিকিৎসা’য় ভ্রাম্যমাণ আদালত
সাভার (ঢাকা): অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়ার অভিযোগে আশুলিয়ায় কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে এলাকার তিনটি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে সাভার উপজেলা ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালিন অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে আশুলিয়ার জামগড়া এলাকার ডক্টর ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার, মির্জা ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার, ল্যাব ওয়ানকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এসময় বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের চিকিৎসা সেবা প্রদানের অপরাধে একটি আয়ুর্বেদিক চিকিৎসালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন জানান, কিছু অসাধু মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষকে ঠকিয়ে নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/আরএ/এফই
নিউজবাংলাদেশ.কম