News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২০

সংলাপের আহ্বান

দুই নেত্রীকে বান কি-মুনের চিঠি

দুই নেত্রীকে বান কি-মুনের চিঠি

নিউজবাংলাদেশ.কম রিপোর্ট

অবরোধ-হরতালে চলমান নাশকতা ও সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

তার উপ মুখপাত্র ফারহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংলাপের মধ্য দিয়ে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের আহবান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এই চিঠি পাঠানো হয়েছে।

তবে চিঠিতে মহাসচিব কি লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ফারহান।

তবে জাতিসংঘে বাংলাদেশ মিশনের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, বান কি-মুন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে চলমান অস্থিরতার অবসান ঘটানো জরুরি বলে মত দিয়েছেন।

সূত্রটি জানায়, রাজনৈতিক অস্থিরতার অবসানে প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা শুরুর লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজন হলে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সহায়তা নিতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মহাসচিব।

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়লে ২০১৩ সালেও শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি লেখেন। অগাস্টে একই আহ্বান জানাতে তিনি দুই নেত্রীকে টেলিফোনও করেন।

বান কি-মুনের দূতিয়ালিতে সে সময় দুই দফা ঢাকা সফর করেন অস্কার ফারনান্দেজ তারানকো। ঢাকায় এসে বিভিন্ন পক্ষের সঙ্গে কয়েক দফা বসে এই সহকারী মহাসচিব সরকার ও বিরোধীদের  মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার তাগাদা দিয়ে যান।

বান কি-মুনের দূতিয়ালির পরও সে সময় সংলাপ ব্যর্থ হয় এবং বিএনপির বর্জনে সহিংসতার মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।  

এরপর প্রায় এক বছর পরিস্থিতি শান্ত থাকলেও নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন আন্দোলনে আবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়