News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

শিশুদের জন্য ‘জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি’ অনুমোদন

শিশুদের জন্য ‘জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি’ অনুমোদন

নিউজবাংলাদেশ.কম রিপোর্ট

শিশুদের জন্য ‘জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি’র খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশানে হোটেল আমারই-তে সেভ দ্য চিলড্রেন আয়োজিত শিশু শ্রম নিরসনে জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এ সব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুদের জন্য জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি বাংলাদেশে মাইলফলক হিসেবে কাজ করবে। প্রতিবেশী দেশগুলোতে সামাজিক দায়বদ্ধতার কোনো বিষয়

খন পর্যন্ত আসেনি। বাংলাদেশও এ বিষয়টি এখন পর্যন্ত নতুন।’

সে ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা ও পদক্ষেপ এ বিষয়ে সফলতা আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়