গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি
ঢাকা: গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবশ উপলক্ষে এক সমাবেশে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘জাতীয় সংসদে গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার বিষয়ে কয়েকবার আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি।
সমাবেশে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়।
উল্লেখযোগ্য দাবিগুলো হলো- গার্হস্থ্য শ্রমের স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় আইন ও নীতিমালা তৈরি, পাঠ্যপুস্তকে গ্রহশ্রমকে অন্তর্ভুক্ত করা, আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করা, গৃহশমিক হত্যা-নির্যাতন বন্ধ করা।
সংগঠনের সভাপতি আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহারের পরিচালনায় বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম থান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হাজেরা সুলতানা এমপি, বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ
নিউজবাংলাদেশ.কম