এফবিআই কেবল কারিগরি সহায়তা দেবে: ডিএমপি কমিশনার
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশ করছে। ঘটনাটি তদন্ত করার সক্ষমতাও তাদের আছে। এফবিআই কেবল তাদের কারিগরি সহায়তা প্রদান করবে।
শনিবার দুপুরে ডিএমপি কমিশনার তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলেই তার হত্যাকাণ্ড তদন্তে এফবিআই কর্মকর্তারা ঢাকায় এসেছে। তারা এরই মধ্যে কাজও শুরু করেছেন।
বিভিন্ন আলামত, বিশেষ করে সোস্যাল মিডিয়ার যেসব তথ্য ও রেকর্ড আছে, তা বিশ্লেষণে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, এক্ষেত্রে এফবিআই সহায়তা করছে।
তদন্তের অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, অগ্রগতি হয়েছে। যারা (খুনি)সরেজমিনে ঘটনাটি ঘটিয়েছে, তাদের শনাক্তে কাজ করব আমরা। তদন্ত জোরেশোরেই চলছে।
এর আগে খুন হওয়া অভিজিৎ রায়ের বাবা ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে গিয়ে এই মামলা তদন্তকারী কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, ‘এফবিআই যেন স্বাধীনভাবে তদন্ত কাজ করতে পারে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক গোয়েন্দা কার্যালয় থেকে বাসায় ফিরে সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের অনুরোধ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব যেন অপরাধীদের খুঁজে বের করা হয়।’
গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় ইউরোপীয় ও আফ্রিকানদের মতো দেখতে দুজন ব্যক্তি সেখানে ছিলেন জানিয়ে তিনি বলেন, তারা এফবিআই সদস্য কি না তা জানানো হয়নি তাকে।
যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিতের হত্যাকাণ্ড তদন্তে এফবিআই সদস্যরা এসেছেন জানলেও তারা এখনও তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে জানান অজয় রায়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম