প্রধানমন্ত্রীর আগমনে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান
ঢাকা : ঐতিহাসিক ৭ র্মাচ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনের খবর প্রচারের পর পরই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। বিকাল ৩ টা ১২ মিনিটে তিনি সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
এর আগে থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তাদের শ্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল।
বিকাল ৩ টায় সমাবেশ শুরুর কথা ছিল। এতক্ষণ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অপেক্ষা চলছিল। তিনি আসার পরপরই সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই
নিউজবাংলাদেশ.কম