লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ
ঢাকা: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৯ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি জালাল উদ্দিন বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট সেন্ট্রাল লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে পৌঁছলে সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা
লীগ নেতারা তাকে স্বাগত জানান।
সফরকালীন সময়ে প্রেসিডেন্ট সেন্ট্রাল লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে অবস্থান করবেন। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় প্রেসিডেন্ট লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তার সঙ্গে ৩০ জনের বেশি সদস্যের একটি বহর রয়েছে বলে জানা গেছে। ৭২ বছর বয়সী আব্দুল হামিদ দীর্ঘদিন
ধরে গ্লুকোমায় ভুগছেন। ১৪ই মার্চ তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দিবেন বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম