ঝিনাইদহে মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রদর্শনী শুরু
ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ‘জাতির পিতা, স্বাধীনতা ও গণতন্ত্র’ শিরোনামে মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে। সদর পৌরসভা এ প্রদর্শনীর আয়োজন করেছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মুক্তিযোদ্ধাদের যুদ্ধের বিভিন্ন চিত্র, পাক হানাদারদের হত্যাযজ্ঞ এবং নির্যাতনের চিত্র ভাস্কর্যের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর প্রথম দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা আগ্রহের সাথে ভাস্কর্যগুলো দেখছে। ৩১ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই
নিউজবাংলাদেশ.কম