News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩২, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালীতে ভূমি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ

নোয়াখালীতে ভূমি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে অফিসের দুটি কক্ষের জানালা ও সরকারি বেশকিছু নথিপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে সুধারামের মাইজদী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অফিস সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত ভূমি অফিসের সহকারীর কক্ষসহ দুটি কক্ষের জানালা দিয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে। এসময় আগুন দেখতে পেয়ে অফিসের তিনজন নৈশপ্রহরী চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে দুটি কক্ষের জানালা ও অফিসের কিছু আসবাবপত্র সরকারি নথিপত্র পুড়ে গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান বলেন, ‘আগুনে কার্যালয়ের দুটি কক্ষের তিনটি জানালা, জানালার পর্দা ও কিছু নথির সামান্য পুড়ে যায়। অফিসের জারিকারক আবদুর রহমান হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনেন এবং কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীও। তিনি কার্যালয়ে সংরক্ষণ করা অগ্নিনির্বাপন যন্ত্র ও বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভান।’

শামছুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘জানালা দিয়ে দুর্বৃত্তরা অফিসের কক্ষের ভেতরে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়