News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৫, ৭ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীতে ভুয়া এএসপি আটক

রাজধানীতে ভুয়া এএসপি আটক

ঢাকা: রাজধানীর কাফরুল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম আলী সিদ্দিকী (৬০)।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পরে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনের সড়ক থেকে তাকে আটক করে পুলিশ। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জালাল উদ্দিন।

তিনি জানান, শাহ আলী মার্কেটের সামনে এক ট্রাফিক সার্জেন্ট আলী সিদ্দিকীর মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু ওই ব্যক্তি কাগজপত্র না দেখিয়ে নিজেকে পুলিশের এএসপি বলে পরিচয় দেন। কথাবার্তার এক পর্যায়ে বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন আলী সিদ্দিকী। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

 

জিজ্ঞাসাবাদে আলী সিদ্দিকী বলেছেন তিনি মিরপুর ১৩ নম্বর এলাকার সি ব্লকের স্থায়ী বাসিন্দা।


নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়